20 w - Translate

মানুষ মুখ ফুটে সুখ বলে, নিজেকে সুখী দেখায়।

কিন্তু মানুষ মুখ ফুটে দুঃখ বলে না, যতক্ষণ না কেউ তা ভীষণ বায়না করে জানতে চায়।

নিজেকে সুখী দেখানো খুব সহজ। তাই মানুষ তার চোখ-মুখ, কাজ, লেখা ও বাস্তবে কিংবা ভার্চুয়ালে সব কিছুতে নিজেকে ফ্লেক্সিবল দেখায়, স্ট্রং দেখায় এবং সবাই এটাই দেখে।

কিন্তু দুঃখ দেখানো কঠিন, দুঃখ জানানোও কঠিন।

দুঃখ সবাইকে বলা যায় না, মন খারাপের কারণ সবাইকে বলা যায় না। কেমন আছির জবাবে-“সত্যি ভালো নেই"-এটাও লেখা যায় না।