Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।
জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।
শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।
মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়
উপর দেখে ভেতর বিচার করবেন না।
১৯৮৬ সালের বিশ্বকাপের সময় ম্যারাডোনা, পেলে এবং প্লাতিনি একসাথে এই ছবিটা তুলেছিলেন।
এরপর,
১. ম্যারাডোনা ড্রাগের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিলেন,
২. পেলে বাচ্চাদের অধিকারের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন এবং
৩. প্লাতিনি দুর্নীতির বিপক্ষে ক্যাম্পেইন করেছিলেন।
পরবর্তীতে বিশ্ব দেখলো আসল খেলা।
১. ম্যারাডোনা ড্রাগে আসক্ত হয়ে গেলো,
২. পেলে তার মেয়েকে পরিচয় দিতে অস্বীকার করলো এবং
৩. প্লাতিনি দুর্নীতির দায়ে ফুটবল থেকে নিষিদ্ধ হলো।
কি বুঝলেন, জানাবেন...