Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
যদি সূর্য হতে চাও,তবে সূর্যের মতো নিজেকে পোরাও।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে যেতে হবে,
স্বপ্ন না দেখলে কাজ করা যায় না।
ওটা স্বপ্ন নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি,
স্বপ্ন তা-ই যা আমাকে ঘুমাতে দেয় না।
স্বপ্নবাজরাই সীমা ছারিয়ে যেতে পারেন।
মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার,
বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না।
যারা পরিশ্রম করে সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেন।
শুধু বিশেষ সময়ে নয়, সবসময়
নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।
আমাদের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম
ব্যর্থতা রোগকে মারার সবচেয়ে বড় ঔষধ।
এটাই আমাদের একজন সফল মানুষে পরিনত করবে।
যদি তুমি তোমার কাজকে সম্মান করো,
তোমার অন্যকে সম্মান করতে হবেনা।
আর যদি তোমার কাজকে অসম্মান করো,
তাহলে তোমার অন্যকে সম্মান করতে হবে।
হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন,
আগামীদিনটা হয়তো আরো কঠিন হবে,
কিন্তু পরের দিন সূর্য উঠবেই। 🤫🦅🤟
Ridhika Rimu
Delete Comment
Are you sure that you want to delete this comment ?