Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

M M Borhanuddin Rony is feeling Angry
35 w - Translate

আসুন, সবাই একটু মন খারাপের কথা বলি।

আমার আজকের মন খারাপের কারন হচ্ছে- সেতি ডাব কিনে আমার সামনে খেয়েছে কিন্তু আমাকে খেতে দেয়নি।

Lamha ek Jio na main to bin Tere ❤️?

flowers ❤️❤️❤️❤️

image

flowers ❤️❤️❤️❤️

image

flowers ❤️❤️❤️❤️

imageimage
35 w - Translate

প্রশ্ন একটাই! তুমি আমার বুকে মিশে অন্যের হইলে কিভাবে?

35 w - Translate

যারে ভাল্লাগে তারে ধইরা রাখো। নিজের সবটা দিয়া আগলে রাখো। যত্ন নাও, বুকে চাইপা রাখো। সামান্য ঝড়ে ছাইড়ো না। হাত ফসকে গেলে মানুষখান আর হাতে আসে না। একখান মানুষ হারাইলে আর মানুষ পাইবা না।

image

- Hum to diwane ❤️

35 w - Translate

যদি সূর্য হতে চাও,তবে সূর্যের মতো নিজেকে পোরাও।

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে যেতে হবে,
স্বপ্ন না দেখলে কাজ করা যায় না।
ওটা স্বপ্ন নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি,
স্বপ্ন তা-ই যা আমাকে ঘুমাতে দেয় না।

স্বপ্নবাজরাই সীমা ছারিয়ে যেতে পারেন।
মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার,
বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না।
যারা পরিশ্রম করে সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেন।

শুধু বিশেষ সময়ে নয়, সবসময়
নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।
আমাদের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম
ব্যর্থতা রোগকে মারার সবচেয়ে বড় ঔষধ।
এটাই আমাদের একজন সফল মানুষে পরিনত করবে।

যদি তুমি তোমার কাজকে সম্মান করো,
তোমার অন্যকে সম্মান করতে হবেনা।
আর যদি তোমার কাজকে অসম্মান করো,
তাহলে তোমার অন্যকে সম্মান করতে হবে।

হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন,
আগামীদিনটা হয়তো আরো কঠিন হবে,
কিন্তু পরের দিন সূর্য উঠবেই। 🤫🦅🤟

image

#love