ফেসবুকের ৩ বা ৪ নম্বর পোস্টে আকর্ষনীয় নাচা-নাচির রিল বা ছোট ভিডিও সাজেশন থাকে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ঠিক আপনার রুচির মত জিনিষপত্র ঐ তিন বা চার নম্বরে সাজেশন দেয়। মুফতি-শায়খ থেকে শুরু করে আমজনতার প্রত্যেকেই যারা ইউটিউব বা ফেসবুক চালান তাঁদেরকে এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় দিনে ও রাতে।
আপনাকে অবশ্যই ঐ রিল বা ছোট ভিডিও সাজেশন উপেক্ষা করার পরীক্ষা দিতে হবে। যতবার রিফ্রেশ করবেন, ততবারই দিতে হবে। নতুন নতুন ছবি আসবে।
আমি পরীক্ষা থেকে পাশ করার কৌশল হিসেবে মোবাইল ফোন থেকে ফেসবুক ডিলিট করে দিয়েছি যেন নির্জনে বসে ফেসবুক চালাইতে না পারি। প্রকাশ্যে ড্রয়িং রুম আর কিচেনের মাঝখানে বসে ডেস্কটপ কম্পিউটারে লাউড স্পিকারেই শুধু ফেসবুক চালাই।
আপনারাও করতে পারেন চাইলে।
—
অবস্থা যেদিকে যাচ্ছে তাতে টাকা কামানোর জন্য আশেপাশের মহিলা/পুরুষরা মুখ ঢেকে উলংগ হয়ে ভিডিও বানালে অবাক হবার কিছু থাকবে না। সেই দিন চলে এসেছে।